পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নগর-লক্ষ্মী

 নিশ্বাসিয়া কহে ধর্ম্মপাল-
 কি কব, এমন দগ্ধ ভাল,—
আমার সােনার ক্ষেত  শুষিছে অজন্মা প্রেত,
 রাজকর যােগানাে কঠিন,
 হয়েছি অক্ষম দীনহীন।

 রহে সবে মুখে মুখে চাহি,
 কাহারাে উত্তর কিছু নাহি।
নির্ব্বাক্ সে সভাঘরে,  ব্যথিত নগরীপরে
 বুদ্ধের করুণ আঁখি দুটি
 সন্ধ্যাতারাসম রহে ফুটি।

 তখন উঠিল ধীরে ধীরে
 রক্ত ভাল লাজনম্রশিরে
অনাথ-পিণ্ডদ-সুতা  বেদনায় অশ্রুপ্লুতা
 বুদ্ধের চরণরেণু ল'য়ে
 মধুকণ্ঠে কহিল বিনয়ে:—

 ভিক্ষুণীর অধম সুপ্রিয়া
 তব আজ্ঞা লইল বহিয়া।
কাঁদে যারা খাদ্যহারা  আমার সন্তান তা'রা
 নগরীরে অন্ন বিলাবার
 আমি আজি লইলাম ভার।

৩৭৭