পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শ্রেষ্ঠ ভিক্ষা



ভিক্ষু উৰ্দ্ধভুজে করে জয়নাদ,
কহে “ধন্য মাতঃ, করি আশীর্ব্বাদ,
মহাভিক্ষুকের পূরাইলে সাধ
পলকে ৷”
চলিলা সন্ন্যাসী ত্যজিয়া নগর
ছিন্ন চীরখানি ল’য়ে শিরোপর,
সঁপিতে বুদ্ধের চরণ-নখর-
আলোকে।
{{smaller|৫ই কার্ত্তিক, ১৩১৪

}}

৩১৭