পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অভিসার

এতদিন পরে এসেছে কি তাঁর
 আজি অভিসার রাত্রি?
নগর ছাড়ায়ে গেলেন দণ্ডী
 বাহির প্রাচীরপ্রান্তে।
দাঁড়ালেন আসি পরিখার পারে,
আম্রবনের ছায়ার আঁধারে;
কে ওই রমণী পড়ে' একধারে
 তাঁহার চরণােপান্তে!
নিদারুণ রােগে মারী-গুটিকায়
 ভরে' গেছে তা'র অঙ্গ।
রােগমসী ঢালা কালী তনু তা'র
ল’য়ে প্রজাগণে, পুর-পরিখার
বাহিরে ফেলেছে, করি পরিহার
 বিষাক্ত তা'র সঙ্গ।
সন্ন্যাসী বসি আড়ষ্ট শির
 তুলি নিল নিজ অঙ্কে।
ঢালি দিল জল শুষ্ক অধরে,
মন্ত্র পড়িয়া দিল শিরপরে,
লেপি দিল দেহ আপনার করে
 শীত চন্দনপঙ্কে।
ঝরিছে মুকুল, কূজিছে কোকিল,
 যামিনী জোছনামত্তা।

৩৪৫