পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা সুদৰ্শন । কোথাকার রাজা ? রোহিণী | আমাদেরই রাজা । সুদৰ্শন । ঐ যার মাথায় ফুলের ছাত ধরে আছে তা’র কথাই ত বলুচিস্ ? রোহিণী। হা, ঐ র্যার পতাকায় কিংশুক তাকা । সুদৰ্শন । আমি ত দেখবামাত্রই চিনেছি, বরঞ্চ তোর মনে সন্দেহ এসেছিল । রোহিণী । আমাদের যে সাহস অল্প, তাই ভয় হয় কি জানি যদি ভুল করি তবে অপরাধ হবে । স্থদর্শনা । আহা যদি সুরঙ্গমা থাকৃত তা হ’লে কোনো সংশয় থাকৃত না । রোহিণী । তুরঙ্গমাই আমাদের চেয়ে সেয়ান হ’ল বুঝি । স্থদর্শন । ত যা বলিস সে তাকে ঠিক চেনে । রোহিণী। একথা তামি কখ খনে মানব না। ও তা’র ভাণ। বল্লেই হ’ল চিনি, কেউ ত পরীক্ষা করে’ নিতে পারবে না । আমরা যদি ওর মত নির্লজ্জ হতুম তাহ’লে আমন কথা আমাদেরও মুখে আট্‌কাত না । সুদৰ্শন । না, না, সে ত বলে না কিছু । রোহিণী । ভাব দেখায়। সে যে বলার চেয়ে আরো বেশি। কত ছলই যে জানে ! ঐ জন্যই ত আমাদের কেউ তা’কে দেখতে পারে না । す。 Œbዖ