পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা সুদৰ্শন । তার কাছ থেকে আদর পাবার ইচ্ছা যে কিছুতে মন থেকে ঘূঢ়তে চায় না । স্তরঙ্গমা ; সপ ঘূচলে রাণী মা, কেবল একটি ইচ্ছা থাকবে, নিজেকে নিবেদন করবার ইচছা । সুদৰ্শন । সেই তাঁধার ঘরের ইচ্ছা—দেখা নয়, শোনা নয়, চা ওয়া নয়, কেবল গভীরের মধ্যে তাiপনাকে ছেডে দেওয়া ! স্তরঙ্গমা, সেই তাশীপবাদ কর যেন— সুরঙ্গম । কি বল তুমি আমি আশীৰ্বাদ করব কিসের ? সুদৰ্শন । সকলের কাছে নত হ’য়ে আমি তাশার্লদ নেব । সলাই বলত এত প্রসাদ রাজা আর কাউকে দেন নি । তই শুনে হৃদয় এত শক্ত হয়েছে যে আমার রাজাকে ও আঘাত করতে পেরেছি । এত শক্ত হয়েছে যে লুইতে লজ্জা করচে । এই লক্ত কাটাতে হবে—সমস্ত পৃথিবীর কাছে নীচু হবার দিন আমার এসেছে । কিন্তু, কই রাজা এখনো কেন আমাকে নিতে অসচেন না ? আরো কিসের জন্যে তিনি অপেক্ষা করচেন ? সুরঙ্গমা। আমি ত বলেছি আমার রাজা নিষ্ঠুর—বড় নিষ্ঠুর! সুদৰ্শন । সুরঙ্গমা তুই যা, একবার তার খবর নিয়ে অয়গে । স্বরঙ্গম । কোথায় তার খবর নেব তা ত কিছুই জানিনে । 〉ミ○