পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন ওর কি গতি হবে ? এখনো ও লেচারা তট তট করে মরচে—আমাদের যে ধ্বজাগ্রকেয়ূরী পর্য্যন্ত সারা হয়ে গেল ! দ্বিতীয় । আচ্ছা পঞ্চক, এখনো তুমি চক্রেশমন্ত্র শেখ নি ? পঞ্চক । না । তৃতীয়। মরীচি ? পঞ্চক । না । প্রথম । মহামরীচি ? পঞ্চক । না । দ্বিতীয় । পণশবরী ? পঞ্চক । না । দ্বিতীয় । অচছা বল দেখি হরেত পক্ষীর নখগ্ৰে যে পরিমাণ ধূলিকণা লাগে সেই পরিমাণ যদি—— পঞ্চক । আরে ভাই, হরেত পক্ষই কোনো জন্মে দেখিনি ত তা’র নখগ্রের ধূলিকণা ! প্রথম । হরেত পক্ষী ত আমরা ও কেউ দেগিনি—শুনেচি সে দধি-সমুদ্রের পরে মহাজসুদ্বীপে বাস করে—কিন্তু এ সমস্ত ত জান চাই, নিতান্ত মুর্থ হ’য়ে জীবনটাকে মাটি করলে ত চলবে না ! দ্বিতীয় । পঞ্চক, তোমার কাছে ত কেউ বেশি আশা করে না । অন্তত শৃঙ্গভেরিব্রত, কাকটকু-পরীক্ষা, ছাগলেম শোধন, দ্বাবিংশ-পিশাচ-ভয়ভঞ্জন এগুলো ত >Q&