পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a○ পুষ্প দিয়ে মারো যারে চিনল না সে মরণকে । বাণ খেয়ে যে পড়ে, সে যে ধরে তোমার চরণকে । সবার নীচে ধূলার পরে ফেল যারে মৃত্যুশরে সে যে তোমার কোলে পড়ে ভয় কি বা তা’র পড়নকে ? আরামে যার আঘাত ঢাকা, কলঙ্ক যার সুগন্ধ নয়ন মেলে’ দেখল না সে রুদ্র মুখের আনন্দ । মজল না সে চোখের জলে, পৌঁছল না চরণতলে, তিলে তিলে পলে পলে ম’ল যে জন পালঙ্কে । ১৯ আশ্বিন প্রভাত শান্তিনিকেতন misymma umumnyamumunum 8৯৯