পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৭৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\Lථි. জানি আমার পায়ের শব্দ রাত্রে দিনে শুনতে তুমি পাও, খুসি হ’য়ে পথের পানে চাও । খুসি তোমার ফুটে ওঠে শরৎ-আকাশে অরুণ-আভাসে । খুসি তোমার ফাগুনবনে আকুল হ’য়ে পড়ে ফুলের ঝড়ে ঝড়ে । আমি যতই চলি তোমার কাছে পথটি চিনে চিনে তোমার সাগর অধিক করে নাচে দিনের পরে দিনে । জীবন হ’তে জীবনে মোর পদ্মটি যে ঘোমটা খুলে খুলে ফোটে তোমার মানসসরোবরে— সূৰ্য্যতার ভিড় করে তাই ঘুরে ঘুরে বেড়ায় কূলে কুলে পূর্ণ করে তোমার অঞ্জলি । তোমার লাজুক স্বৰ্গ আমার গোপন আকাশে একটি করে’ পাপড়ি খোলে প্রেমের বিকাশে । ২৭ মাঘ ১৩২১ পয়াষ্ঠীর ፃ:ፃ