পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন ( কিছু দূরে গিয়া হঠাৎ চুটিয়া ফিরিয়া আসিয়া ) গান হারে রে রে রে রে— আমায় ছেড়ে দেরে দেরে । যেমন ছাড়া বনের পার্থী মনের অননো রে । ঘন শ্রাবণ-ধারা যেমন বঁাধন-হারা বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে । る忙和 (歪 (マ (マ (エ আমায় রাখবে ধরে কেরে । দাবানলের নাচন যেমন সকল কনিন ঘেরে বজ্র যেমন বেগে গজ্জে ঝড়ের মেঘে অট্টহাস্তে সকল বিঘ্ন-বধার বক্ষ চেরে । প্রথম শোণপাংশু । বেশ বেশ পঞ্চকদাদা, তা হ’লে চল আমাদের বনভোজনে । পঞ্চক। বেশ, চল । ( একটু থামিয়া দ্বিধা করিয়া ) কি% ভাই ঐ বন পর্য্যন্তই যাব ভোজন পৰ্য্যস্ত নয় । দ্বিতীয় শোণপাংশু । সে কি হয় ! সকলে মিলে ভোজন না করলে আনন্দ কিসের । २> ०