পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-কবিতা

(তারিণীর প্রস্থান ও পুনঃপ্রবেশ)


তারিণী


মধুদত্তর পৌত্রের বিয়ে
ধুম করে' তাই চলে পথ দিয়ে।

ক্ষীরাে


রাণীর বাড়ির সামনের পথে
বাজিয়ে যাচ্ছে কি নিয়মমতে?
বাঁশির বাজনা রাণী কি সইবে?
মাথা ধরে’ যদি থাকত দৈবে?
যদি ঘুমােতেন, কাঁচা ঘুমে জেগে
অসুখ করত যদি রেগেমেগে?
মালতী!

মালতী


 আজ্ঞে!

ক্ষীরাে


   নবাবের ঘরে
এমন কাণ্ড ঘটলে কি করে?

মালতী


যার বিয়ে যায় তা'রে ধরে' আনে,
দুই বাঁশিওয়ালা তা'র দুই কানে

২৮২