পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গান্ধারীর আবেদন

গান্ধারী


   পুত্র দুর্য্যোধন।

ধৃতরাষ্ট্র


তাহারে করিব ত্যাগ?

গান্ধারী


    এই নিবেদন
তব পদে।

ধৃতরাষ্ট্র


   দারুণ প্রার্থনা হে গান্ধারী
রাজমাতা!

গান্ধারী


   এ প্রার্থনা শুধু কি আমারি
হে কৌরব? কুরুকুল-পিতৃ-পিতামহ
স্বর্গ হ'তে এ প্রার্থনা করে অহরহ
নরনাথ! ত্যাগ কর ত্যাগ কর তা'রে—
কৌরব-কল্যাণলক্ষী যার অত্যাচারে
অশ্রুমুখী প্রতীক্ষিছে বিদায়ের ক্ষণ
রাত্রি দিন।

১৭১