পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লক্ষ্মীর পরীক্ষা

বিনি


দান করেছি সে।

ক্ষীরাে


   দিয়েছিস্ দানে?
ঠকিয়েছে কেউ, তারি হ’ল মানে।
কে নিয়েছে বল?

বিনি


   মল্লিকা দাসী।
এমন গরীব নেই রাণী মাসী।
ঘরে আছে তা'র সাত ছেলে মেয়ে
মাস পাঁচছয় মাইনে না পেয়ে
খরচ পত্র পাঠাতে পারে না
দিনে দিনে তা'র বেড়ে যায় দেনা,
কেঁদে কেঁদে মরে, তাই চুড়িগাছি
নুকিয়ে তাহারে দান করিয়াছি।
অনেক ত চুড়ি আছে মাের হাতে
একখানা গেলে কি হবে তাহাতে।

ক্ষীরাে


বােকা মেয়েটার শােন ব্যাখ্যানা।
একখানা গেলে গেল একখানা,

২৭৯