পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
স্বামিলাভ

নারী রহে শুদ্ধচিতে নির্জ্জন ভবনে,
  তুলসী প্রত্যহ
কি তাহারে মন্ত্র দেয়, নারী একমনে
  ধ্যায় অহরহ।
এক মাস পূর্ণ হ'তে প্রতিবেশীদলে
  আসি তা'র দ্বারে
শুধাইল, পেলে স্বামী?—নারী হাসি বলে
  পেয়েছি তাঁহারে।
শুনি ব্যগ্র কহে তা’রা——কহ তবে কহ
  আছে কোন্ ঘরে?
নারী কহে, রয়েছেন প্রভু অহরহ
  আমারি অন্তরে।


২৯শে আশ্বিন, ১৩০৬

৩৮৫
5-25