পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিদায়-অভিশাপ

বসি’ মাের জীবনের বনচ্ছায়াতলে
দণ্ড দুই অবসর কাটাবার ছলে
জীবনের সুখগুলি-ফুলের মতন
ছিন্ন করে' নিয়ে-মালা করেছ গ্রন্থন
একখানি সূত্র দিয়ে; যাবার বেলায়
সে মালা নিলে না গলে, পরম হেলায়
সেই সূক্ষম সূত্রখানি দুই ভাগ করে'
ছিঁড়ে দিয়ে গেলে। লুটাইল ধূলিপরে
এ প্রাণের সমস্ত মহিমা। তােমা পরে
এই মাের অভিশাপ-যে বিদ্যার তরে
মােরে কর অবহেলা, সে বিদ্যা তােমার
সম্পূর্ণ হ'বে না বশ;—তুমি শুধু তা'র
ভারবাহী হ'য়ে র'বে, করিবে না ভােগ,
শিখাইবে, পারিবে না করিতে প্রয়ােগ।

কচ


আমি বর দিনু, দেবী, তুমি সুখী হবে।
ভুলে যাবে সর্ব্বগ্লানি বিপুল গৌরবে।


১৫৪