পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা রাজা, আমার রাজা ! তুমি আমাকে ত্যাগ করেছ উচিত বিচারই করেছ । কিন্তু আমার অন্তরের কথা কি তুমি জানবে না ? (বুকের বসনের ভিতর হইতে ছুরি বাহির করিয়া ) দেহে আমার কলুষ লেগেছে— এ দেহ আজ আমি সবার সমক্ষে ধূলোয় লুটিয়ে যাব—কিন্তু হৃদয়ের মধ্যে আমার দাগ লাগেনি বুক চিরে সেটা কি তোমাকে আজ জানিয়ে যেতে পারব না ? তোমার সেই মিলনের অন্ধকার ঘরটি আমার হৃদয়ের ভিতরে আজ শূন্ত হ’য়ে রয়েছে— সেখানকার দরজা কেউ খোলে নি প্রভু। সে কি খুলতে তুমি আর আসবে না ? তবে দ্বারের কাছে তোমার বাণী আর বাজ বে না ? তবে আস্থক মৃত্যু তাসুক,—সে তোমার মতত কালো, তোমার মতই সুন্দর—তোমার মতই সে মন হরণ করতে জানে— সে তুমিই সে তুমি ! গান এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে, ওহে অন্ধকারের স্বামী ! এস নিবিড়, এস গভীর, এস জীবনপারে আমার চিত্ত্বে এস নামি । X >8