পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশােধ

ঝিকিমিকি করে ক্ষীণ আলাে; ঝিল্লিম্বনে
তরুমূল-অন্ধকার কাঁপিছে সঘনে
বীণার তন্ত্রীর মত। প্রদীপ নিবায়ে
তরীবাতায়নতলে দক্ষিণের বায়ে
ঘন-নিশ্বসিত মুখে যুবকের কাঁধে
হেলিয়া বসেছে শ্যামা; পড়েছে অবাধে
উন্মুক্ত সুগন্ধ কেশরাশি, সুকোমল
তরঙ্গিত তমােজালে ছেয়ে বক্ষতল
বিদেশীর—সুনিবিড় তন্দ্রাজালসম।
কহিল অস্ফুটকণ্ঠে শ্যামা,—“প্রিয়তম,
তােমা লাগি যা করেছি কঠিন সে কাজ
সুকঠিন—তারাে চেয়ে সুকঠিন আজ
সে কথা তােমারে বলা। সংক্ষেপে সে কব
একবার শুনে মাত্র মন হ’তে তব
সে কাহিনী মুছে ফেলাে।

    বালক কিশাের
উত্তীয় তাহার নাম, ব্যর্থ প্রেমে মাের
উন্মত্ত অধীর। সে আমার অনুনয়ে
তব চুরিঅপবাদ নিজস্কন্ধে ল'য়ে
দিয়েছে আপন প্রাণ। এ জীবনে মম
সর্ব্বাধিক পাপ মাের, ওগাে সর্ব্বোত্তম,

৩৫৩
1-23