পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

어 8 এই আসা-যা ওয়ার খেয়ার কূলে আমার বাড়ি । কেউবা আসে এ পারে, কেউ পারের ঘাটে দেয় রে পাড়ি । পথিকেরা বাশি ভরে’ যে সুর আনে সঙ্গে করে’ তাই যে আমার দিবানিশি সকল পরাণ লয় রে কাডি’ } কার কথা যে জানায় তা"র জানিনে তা । হেথা হ’তে কি নিয়ে ব৷ যায়রে সেথা । সুরের সাথে মিশিয়ে বাণী দুই পারের এই কানাকানি তাই শুনে যে উদাস হিয়৷ চায়রে যেতে বাসা ছাড়ি’ ! শান্তিনিকেতন ৩রা চৈত্র, ১৩২ • Óጫ »