পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মালিনী

দেবদত্ত


    চল সবে
বিপ্রগণ, জননীরে জয়জয়রবে
রেখে আসি রাজগৃহে।

সমবেত কণ্ঠে


    জয় জননীর।
জয় মা লক্ষীর! জয় করুণাময়ীর!

(মালিনীকে ঘিরিয়া লইয়া সুপ্রিয় ক্ষেমঙ্কর ব্যতীত সকলের প্রস্থান)



ক্ষেমঙ্কর


দূর হােক্ মােহ, দূর হােক! কোথা যাও
হে সুপ্রিয়?

সুপ্রিয়


   ছেড়ে দাও, মােরে ছেড়ে দাও।

ক্ষেমঙ্কর


স্থির হও। তুমি ও কি, বন্ধু, অন্ধভাবে
জনস্রোতে সর্ব্বসাথে ভেসে চলে' যাবে?

সুপ্রিয়


এ কি স্বপ্ন ক্ষেমঙ্কর?

ক্ষেমঙ্কর


    স্বপ্নে মগ্ন ছিলে
এতক্ষণ,—এখন সবলে চক্ষু মিলে
জেগে চেয়ে দেখ।

৯৪