পাতা:কাব্যগ্রন্থ (অষ্টম খণ্ড).pdf/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডাকঘর মাধব দত্ত এসব কি পাগলের মত কথা হচ্চে তোমাদের ? ঠাকুর্দা বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করিনে— কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন তাহ’লে আমার মন্ত্রকে হার মানতে হবে ! অমল না, না, পিসে মশায় তুমি কবিরাজকে কিছু বোলে৷ না !—এখন আমি এইখানেই শুয়ে থাকব, কিচছু করব না— কিন্তু যেদিন আমি ভালো হব সেইদিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে’ যাব—নদী পাহাড় সমুদ্রে আমাকে আর ধরে’ রাখতে পারবে না । মাধব দত্ত ছি বাবা, কেবলি অমন যাই যাই করতে নেই—শুনলে আমার মন কেমন খারাপ হ’য়ে যায় । অমল ক্রৌঞ্চদ্বীপ কি রকম দ্বীপ আমাকে বল না ফকির ? ঠাকুদ্দ সে ভারি আশ্চৰ্য্য জায়গা । সে পাখীদের দেশ— সেখানে মানুষ নেই। তা’র কথা কয় না, চলে না, তা’র গান গায় আর ওড়ে । ミ8bー