পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী সুমিত্রা না, বাছা, এস তোমর) । এখানে তোমাদের কোনো ভয় حسا নেই। কে তোমাদের ওপর দৌরাত্মা করেছে ? পুরুষ এই জয়সেন । আমরা রাজার কাছে দুঃখু জানাতে গিয়েছিলেম,—রাজ-দর্শন পেলেম না,—-ফিরে এসে দেখি আমাদের ঘরদোর জালিয়ে দিয়েছে—আমাদের ছেলেটিকে বেঁধে রেখেছে । সুমিত্রা (স্ত্রীলোকের প্রতি) ই গ, তা তুমি রাণীকে গিয়ে জানালে না কেন ? স্ত্রা ওগো রাণীই ত রাজাকে যাদু করে রেখেছে । আমাদের রাজা ভালো,—রাজার দোষ নেই,—ঐ বিদেশ থেকে এক রাণী এসেছে, সে আপন কুটুম্বুদের রাজ্য জুড়ে বসিয়েছে। প্রজার বুকের রক্ত শুষে খাচ্চে গো ! পুরুষ চুপ কর মাগী ! তুই রাণীর কি জানিস্ ? যে কথা জানিস্নে তা মুখে আনিসনে । ")や