পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয অঙ্ক স্ত্রী জানি গো জানি । ঐ রাণীই ত বসে’ বসে’ রাজার কাছে আমাদের নামে যত কথা লাগায় ! حجمي সোমলা ঠিক বলেছ বাছ। । ঐ রাণী সর্ববনাশী ত যত নষ্টের মূল । তা সে আর বেশি দিন থাকবে না,--তা’র পাপের ভরা পূর্ণ হয়েছে ? এই নাও, আমার সাধ্যমত দিলাম,—-সব দুঃখ দুর করতে পারি নে । পুরুষ আহা, তুমি কোনো রাজার ছেলে হ’বে—তোমার জয় হোক । সুমিত্রা আর বিলম্ব নয়, এখনি যাবো । ( প্রস্থান ) ত্ৰিবেদীর প্রবেশ ত্ৰিবেদী হে হরি কি দেখলুম ! পুরুষমূৰ্ত্তি ধরে রাণী সুমিত্র ঘোড়ায় চড়ে চলেছেন। মন্দিরে দেবপূজার ছলে এসে রাজ্য ছেড়ে পালিয়েছেন। আমাকে দেখে বড় খুলী! মধুসূদন । 이어