পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ ও রাণী ভাবলে ব্রাহ্মণ বড় সরলহদয়, মাথার তেলোয় যেমন একগাছি চুল দেখা যায় না, তলায় তেমনি বুদ্ধির লেশমাত্র নাই—একে দিয়ে একটা কাজ করিয়ে নেওয়া যাক। এর মুখ দিয়ে রাজাকে দুটো মিষ্টি কথা পাঠিয়ে দেওয়া যাক ! বাব৷ তোমরা বেঁচে থাক। যখনি তোমাদের কিছু দরকার পড়বে বুড়ে ত্ৰিবেদীকে ডেকো, আর দান-দক্ষিণের বেলায় দেবদত্ত আছেন। দয়াময় ! তা’ বলব ! খুব মিষ্টি মিষ্টি করে’ষ্ট বলব । আমার মুখে মিষ্টি কথা আরো বেশি মিষ্টি হ’য়ে ওঠে । কমললোচন । রাজা কি খুসীই হবে ! কথাগুলো যত বড় বড় করে বলব রাজার মুখের হা তত বেড়ে যাবে। দেখেছি, আমার মুখে বড় কথাগুলো শোনায় ভালো।—লোকের বিশেষ আমোদ বোধ হয় । বলে, ব্রাহ্মণ বড় সরল ! পতিতপাবন ! এবারে কতটা আমোদ হবে বলতে পারিনে ! কিন্তু শব্দশাস্ত্র একেবারে উলোট পালট করে” দেব” । অঃ কি দুর্য্যোগ ! আজ সমস্ত দিন দেবপুজো হয় নি, এইবার একটু পূজো অৰ্চনায় মন দেওয়া যাক। দানবন্ধু, ভক্তবৎসল । ( প্রস্থান ) ー}しア