পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী রসনা খসিয়া যাক অলস লোকের ! দিব৷ যদি গেল, উঠক না চুপি চুপি ক্ষুদ্র পঙ্ককুণ্ড হ’তে, হৃষ্ট বাষ্পরাশি ; আমার আঁধার তাতে বাড়িবে না কিছু । লোকনিন্দ ! দেবদত্ত মন্ত্রী, পরিপূর্ণ সূৰ্যাপানে কে পারে তাকাতে ? তাই গ্রহণের বেলা ছুটে আসে যত মন্ত্যলোক, দীননেত্রে চেয়ে দেখে তুদিনের দিনপতি পানে ; আপনার কালিমাখা কাচখণ্ড দিয়ে কালো দেখে গগনের আলো । মহারাণী মা জননী, এই ছিল অদৃস্টে তোমার ? তব নাম ধূলায় লুটায় ? তব নাম ফিরে মুখে মুখে ? একি এ ছদিন আজি ? তবু তুমি তেজস্বিনী সতী ! এরা সব পথের কাঙাল ! বিক্রমদেব ত্রিবেদী কোথায় গেল ? মন্ত্রা, ডেকে আন তা’রে ! শোনা হয় নাই তা’র সব কথা ; ছিনু অন্য মনে । b“ о