পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী সুমিত্রা মানিবে না রাণীর আদেশ ? দেবদত্ত রাজা রাণী ভুলে গেছে সবে ৷ কদাচিৎ জনশ্রুতি শোনা যায় । তুমিত্রা কালভৈরবের পুজোৎসবে কর নিমন্ত্রণ । সে দিন বিচার হবে । গর্বের্ব অন্ধ দণ্ড যদি না করে স্বীকার সৈন্ত্যবল কাছাকাছি রাখিয়ো প্রস্তুত । দেবদত্ত কাহারে পাঠাবে দূত ? মন্ত্রা ত্ৰিবেদী ঠাকুরে , নিবেবাধ সরল মন ধাৰ্ম্মিক ব্রাহ্মণ, তা’র পরে কারো আর সন্দেহ হবে না । দেবদত্ত ত্ৰিবেদী সরল ? নির্ববৃদ্ধিই বুদ্ধি তা’র, সরলতা বক্রতার নির্ভরের দণ্ড । ©NᏱ