পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী বিক্রমদেব সেনাপতি শত্রুপক্ষ,— সুমিত্রা নিজে যাও তুমি । বিক্রমদেব আমি কি তোমার উপদ্রব, অভিশাপ, দুরদৃষ্ট, দুঃস্বপন, করলগ্ন কাটা ? হেথা হ’তে একপদ নড়িব না, রাণি, পাঠাইব সন্ধির প্রস্তাব । কে ঘটালে এই উপদ্রব ? ব্রাহ্মণে নারীতে মিলে বিবরের সুপ্তসপ জাগাইয়া তুলি এ কি খেলা ! তাত্মা-রক্ষা-অসমর্থ যার নিশ্চিন্তে ঘটায় তা’র পরের বিপদ । সুমিত্র: ধিক এ অভাগা রাজ্য, হতভাগ্য প্রজা ! ধিক আমি, এ রাজ্যের রাণী ! ( প্রস্থান ) বিক্রমদেব দেবদত্ত, বন্ধুত্বের এই পুরস্কার ? বৃথা আশা ! রাজার অদুষ্টে বিধি লেখেনি প্রণয় ; Q o