পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মন্ত্রী যাই ডেকে আনি তা’রে । ( প্রস্থান ) বিক্রম এখনো সময় আছে ; এখনো ফিরাতে পারি পাইলে সন্ধান ! আবার সন্ধান ? এমনি কি চিরদিন কাটিবে জীবন ? সে দিবে না ধরা, আমি ফিবিব পশ্চাতে ? প্রেমের শৃঙ্খল হাতে রাজা রাজকৰ্ম্ম ফেলে শুধু রমণীর পলাতক হৃদয়ের সন্ধানে ফিরিব ? পলাও, পলাও নারী, চির দিনরাত কর পলায়ন ; গৃহহীন, প্রেমহীন, বিশ্রাম বিহীন, অনাবৃত পৃথ্বীমাঝে কেবল পশ্চাতে ল’য়ে আপনার ছায় । ত্ৰিবেদীর প্রবেশ চলে যাও, দূর হও কে ডাকে তোমারে ? বার বার তা’র কথা কে চাহে শুনিতে প্ৰগলভ ব্রাহ্মণ মুখ ? b”ン f;---6