পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী দুৰ্নিবার । নহি আমি তোদের আত্মীয় । হে বিক্রম, ক্ষান্ত কর এ সংহার খেলা ! এ শ্মশানঘৃত্য তব থামাও থামাও ; নিবাও এ চিতা । পিশাচ পিশাচী যত অতৃপ্ত হৃদয়ে ল’য়ে দীপ্ত হিংসাতৃষা ফিরে যাক রুদ্ধরোষে, লালায়িত লোভে । একদিন দিব বুঝাইয়া, নহি আমি তোমাদের কেহ । নিরাশ করিব এই গুপ্ত লোভ, বক্র রোষ, দাপ্ত হিংসাতৃষা ! দেখিব কেমন করে* আপনার বিষে আপনি জুলিয়া মরে নর-বিষধর ! রমণীর হিংস্রমুখ সূচিময় যেন— কি ভীষণ, কি নিষ্ঠুর, একান্ত কুৎসিত ! চরের প্রবেশ চর ত্রিচুড়ের অভিমুখে গেছেন কুমার । বিক্রমদেব এ সংবাদ রাখিও গোপনে ! একা আমি যাব সেথা মৃগয়ার ছলে । চর যে আদেশ । > ごNど。