পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী দ্বিতীয় কি স্বপ্নটা বলত শুনি । 3 যেন একজন মহাপুরুষ ঐ জল থেকে উঠে আমাকে তিনটে বড় বড় বেল দিতে এল । আমি দুটো দুহাতে নিলুম, —আর একটা কোথায় নেব? ভাবনা পড়ে গেল । দ্বিতীয় দূর মুখ, তিনটেই চাদরে বেঁধে নিতে হয় । 2 আরে জেগে থাকলে ত সকলেরই বুদ্ধি জোগায়—সে সময়ে তুই কোথায় ছিলি ? তার পর শোন না ; সেই বাকি বেলটা মাটিতে পড়েই গড়াতে আরম্ভ করলে, আমি তা’র পিছন পিছন ছুটুলুম। হঠাৎ দেখি যুবরাজ অশথতলায় বসে’ আহ্নিক করচেন। বেলটা ধপ করে তার কোলের উপরে গিয়ে লাফিয়ে উঠল। আমার ঘুম ভেঙে গেল । দ্বিতীয় এটা আর বুঝতে পারলিনে ! যুবরাজ শীগগির রাজা হবে । >brや