পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবদত্তের প্রবেশ দেবদত্ত বাজ্যের নায়কগণ রাজ-নিমন্ত্রণ করিয়াছে অবহেলা ;—বিদ্রোহের তরে হয়েছে প্রস্তুত । সুমিত্র শুনিতেছ মহারাজ ? বিক্রমদেব দেবদত্ত, অন্তঃপুর নহে মন্ত্রগুহ ! দেবদত্ত মহারাজ, মন্ত্রগৃহ অন্তঃপুর নহে তাই সেথ নৃপতির পাইনে দর্শন । স্বামত্রা স্পৰ্দ্ধিত কুকুর যত বৰ্দ্ধিত হয়েছে রাজ্যের উচ্ছিষ্ট অন্নে । রাজার বিরুদ্ধে বিদ্রোহ করিতে চাহে । এ কি অহঙ্কার ? মহারাজ, মন্ত্রণার অাছে কি সময় ? মন্ত্রণার কি আছে বিষয় । সৈন্য ল’য়ে যাও অবিলম্বে, রক্তশোষী কীটদের দলন করিয়া ফেল চরণের তলে ! Wa