পাতা:কাব্যগ্রন্থ (দশম খণ্ড).pdf/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যদি তবে ওহে প্রভু আমি ধৰ্ম্ম সঙ্গীত এ কি পুলকবেদন বহিছে মধুবায়ে । কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে । ঝড়ের মেঘের মত আমি ধাই চঞ্চল অন্তর, দয়া কোরো হে দয়া কোরে হে দয়া কোরো ঈশ্বর । অপাপপুরুষ, দানহীন আমি এসেচি পাপের কূলে, দয়া কোরো হে দয়া কোরো হে দয়া করে লও তুলে। জলের মাঝারে বাস করি তবু তৃষায় শুকায়ে মরি— দয়া কোরো হে, দয়া করে দাও হৃদয় সুধায় ভরি। জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণ, জয় তব ভীষণ সব-কলুষনাশন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সাস্তুনা | ૨ જે G.