পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক গুণবতী যাও, যাও, এসে না এগুহে ! অভিশাপ, আনিয়ো না হেথা ! গোবিনদমাণিক্য প্রিয়তমে, প্রেমে করে অভিশাপ নাশ, দয়া করে অকল্যাণ দূর । সতীর হৃদয় হ'তে প্রেম গেলে পতিগৃহে লাগে অভিশাপ। যাই তবে দেবী । যাও ! ফিরে আর দেখায়ো না মুখ ! গোবিন্দমাণিক্য স্মরণ করিবে যবে, আবার আসিব । ( প্রস্থানোন্মুখ ) গুণবতা (পায়ে পড়িয়া ) ক্ষমা কর, ক্ষমা কর, নাথ ! এতই কি হয়েছ নিষ্ঠর, রমণীর অভিমান ঠেলে চলে যাবে ? জান না কি প্রিয়তম, Հ8Տ