পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক জয়সিংহ গোবিন্দমাণিক্য ? রঘুপতি হাগো, হা, তোমার রাজা গোবিন্দমাণিক্য ! তোমার সকল শ্রেষ্ঠ—তোমার প্রাণের অধীশ্বর ! অকৃতজ্ঞ ! পালন করিমু এত যত্নে স্নেহে তোরে শিশুকাল হ’তে, আমা চেয়ে প্রিয়তর অাজ তোর কাছে গোবিন্দমাণিক্য ? জয়সিংক প্রভু, পিতৃকোলে বসি আকাশে বাড়ায় হাত ক্ষুদ্র মুগ্ধ শিশু পূৰ্ণচন্দ্রপানে—দেব, তুমি পিতা মোর, পূর্ণশশী মহারাজ গোবিন্দমাণিক্য। কিন্তু এ কি বকিতেছি ? কি কথা শুনিমু ? মায়ের পূজার বলি নিষেধ করেছে রাজা ? এ আদেশ কে মানিবে ? রঘুপতি না মানিলে নিৰ্ব্বাসন । ミーふ