পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী নারায়ণী মিছে বোকো না ! মাথা খাও, সত্যি করে’ বল”, কোথায় যাবে ? দেবদত্ত রাজার কাছে । নারায়ণী রাজা ত যুদ্ধ কৰ্ত্তে গেছে । তুমি যুদ্ধ, কবে না কি ? দ্রোণাচার্য্য হ’য়ে উঠেছ ? দেবদত্ত তুমি থাকতে আমি যুদ্ধ করব ? যাহোক, এবার যাওয়া যাক । নারায়ণী সেই অবধি ত ঐ এক কথাই বলচ । তা যাও না।

কে তোমাকে মাথার দিব্যি দিয়ে ধরে রেখেছে ? দেবদত্ত হায় মকরকেতন, এখানে তোমার পুষ্পশরের কৰ্ম্ম নয়— একেবারে আস্ত শক্তিশেল না ছাড়লে মৰ্ম্মে গিয়ে পৌঁছয় না ! বলি, শিখরদশনা, পক্কবিম্বাধরোষ্ঠী, চোখ দিয়ে জলটল কিছু বেরোবে কি ? সে গুলো শীঘ্র শীঘ্র সেরে ফেল—আমি উঠি । N RR