পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক দ্বিতীয় না বেচলে আর কি রক্ষে আছে ? এদিকে জালন্ধরের সৈন্য এল বলে । সমস্ত লুঠে নেবে। আমাদের এই মহাজনদের বড় বড় গোলা আর মোটা মোটা পেট বেবাক ফাসিয়ে দেবে। গম আর রুটির দুয়েরই জায়গা থাকবে না । মহাজন আচ্ছা ভাই আমোদ করে” নে । কিন্তু শিগগির তোদের ঐ দাতের পাটি ঢাকৃতে হবে। গুতো সকলেরই উপর পড়বে। প্রথম সেই সুখেই ত হাসচি বাবা ! এবারে তোমায় আমায় এক সঙ্গে মরব। তুমি রাখতে গম জমিয়ে, আর আমি মৰ্ত্তম পেটের জ্বালায় । সেইটে হবে না । এবার তোমাকেও জ্বালা ধরবে। সেই শুকনো মুখখানি দেখে যেন মৰ্ত্তে পারি। দ্বিতীয় আমাদের ভাবনা কি ভাই ! আমাদের আছে কি ? প্রাণখানা এমনেও বেশি দিন টিকবে না, অমনেও বেশি দিন টিকবে না। একটা কসে মজা করে” নেরে ভাই ! প্রথম ও জনাৰ্দ্দন, এত গুলি থলে এনেছ কেন ? কিছু কিনবে নাকি ? >8q