পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী বিক্রমদেব নিয়ে এস দেখা যাক । দেবদত্তের প্রবেশ দেবদত্ত রাজার দোহাই ব্রাহ্মণেরে রক্ষা কর । বিক্রমদেব একি ! তুমি কোথা হ’তে এলে ? অনুকূল അു. দৈব মোর পরে । তুমি বন্ধুরত্ব মোর ! দেবদত্ত তাই বটে, মহারাজ, রত্ব বটে আমি ! অতি যত্নে বন্ধ করে” রেখেছিলে তাই । ভাগ্যবলে পলায়েছি খোলা পেয়ে দ্বার । তাবার দিও না সপি প্রহরীর হাতে রত্নভ্রমে । আমি শুধু বন্ধুরত্ব নহি, ব্রাহ্মণীর স্বামিরত্ব আমি । সে কি হায় এতদিন বেঁচে আছে আর ? বিক্রমদেব এ কি কথা । আমি ত জানিনে কিছু, এত দিন রুদ্ধ আছ তুমি । >bペ