পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী ठेव्न সেই বটে মহারাজ ! তা’র নাম সদা ধ্বনিছে চৌদিকে । তোমারি সে বন্ধু বুঝি মহৎ সে ধরণীর যোগ্য অধিপতি । বিক্রমদেব তাহার সৌভাগ্য-রবি গেছে আস্তাচলে, ছাড় তা’র আশা ? শিকারের মৃগসম সে আজ তাড়িত, ভীত, আশ্রয়-বিহীন, গোপন অরণ্যছায়ে রয়েছে লুকায়ে । কাশ্মীরের দীনতম ভিক্ষাজীবী আজ স্বর্থী তা’র চেয়ে । ইলা কি বলিলে মহারাজ ? বিক্রমদেব তোমরা বসিয়া থাক ধরাপ্রান্তভাগে ; শুধু ভালবাস । জান না বাহিরে বিশ্বে গরজে সংসার ; কৰ্ম্মস্রোতে কে কোথায় ভেসে যায় ; ছল ছল বিশাল নয়নে তোমরা চাহিয়া থাক ! বৃথা তা’র আশা ! > abr