পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিসর্জন নক্ষত্ররায় একবার মনে হ’ল যেন দেখিলাম কার ছায়া । রঘুপতি আপন ভয়ের । নক্ষত্ররায় শুনিলাম যেন কার ক্ৰনদনের স্বর । রঘুপতি আপনার হৃদয়ের । দুর হোক নিরানন্দ । এস পান করি কারণ সলিল । ( মদ্যপান ) মনোভাব যতক্ষণ মনে থাকে, ততক্ষণ দেখায় বৃহৎ— কার্য্যকালে ছোট হ’য়ে আসে । বহু বাষ্প গলে গিয়ে একবিন্দু জল । কিছুই না, শুধু মুহুর্ভের কাজ। শুধু শীর্ণশিখা প্রদীপ নিভতে যতক্ষণ। ঘুম হ’তে চকিতে মিলায়ে যাবে গাঢ়তর ঘুমে ওই প্রাণ-রেখাটুকু,—শ্রাবণ-নিশীথে বিজুলী-ঝলক সম, শুধু বজ তা’র চিরদিন বিধে র”বে রাজদম্ভমাঝে । JNరిచి