পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিসর্জন রঘুপতি নহি আমি ! আমি আছি যেথা, সেথা এলে বাজদণ্ড খসে যায় রাজহস্ত হ’তে, মুকুট ধূলায় পড়ে লুটে । কে আছিস আন মা’র পুজা । ( বাদ্যোপ্তম । গোবিনদমাণিক্য চুপ কর । (তালুচরের প্রতি) কোথা আছে সেনাপতি, ডেকে আন । হায়, রঘুপতি, অবশেষে সৈন্য দিয়ে ঘিরিতে হইল ধৰ্ম্ম ? লজ্জা হয় ডাকিতে সৈনিকদল বাহুবল তবললতা করায় স্মরণ। রঘপলি অবিশ্বাসী, সত্যই কি হয়েছে ধারণা কলিযুগে ব্রহ্মতেজ গেছে—তাই এত দুঃসাহস ? যায় নাই । যে দীপ্ত অনল জ্বলিছে অন্তরে, সে তোমার সিংহাসনে নিশ্চয় লাগিবে। নতুবা এ মননিলে ছাই করে’ পুড়াইব সব শাস্ত্র, সব ব্রহ্মগীর, সমস্ত তেত্রিশকোটি মিথ্যা । ※○ど