পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঘুপতি বৎস, তোল মুখ, কথা কও একবার । প্রাণপ্রিয় প্রাণাধিক, আমার কি প্রাণে অগাধ সমুদ্রসম স্নেহ নাই ? আরো চাস ? আমি আজন্মের বন্ধু, দুদণ্ডের মায়াপাশ ছিন্ন হ’য়ে যায় যদি, তাহে এত ক্লেশ ? জয়সিংহ থাক প্রভু, বোলো না স্নেহের কথা আর । কৰ্ত্তব্য রহিল শুধু মনে । স্নেহপ্রেম তরুলতাপত্রপুষ্পসম ধরণীর উপরেতে শুধু, আসে যায় শুকায় মিলায় নব নব স্বপ্নবণ্ড । নিম্নে থাকে শুস্ক রূঢ় পাষাণের স্ত,প রাত্রিদিন, অনন্ত হৃদয়ভারসম । ( প্রস্তান ) রঘুপতি জয়সিংহ, কিছুতে পাইনে তোর মন, এত যে সাধনা করি নানা চলে বলে । ( প্রস্থান ) ૨જે ૨