পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 | ওলো এর কি আর সময় অসময় আছে ? রাজার ছেলে বলে’ কি পঞ্চশর ওকে ছেডে কথা কয় ? থাকতে পারবে কেন ? তৃতীয়া চল ভাই আড়ালে চল । ( অন্তরালে গমন ) কুমারসেন ও ইলার প্রবেশ ইল থাক নাথ, তার বেশি বোলো না আমারে । কাজ আছে, যেতে হবে রাজ্য ছেড়ে, তাই বিবাহ স্থগিত র’বে কিছু কাল, এর বেশি কি আর শুনিব ? কুমারসেন এমনি বিশ্বাস মোর পরে রেখে চিরদিন । মন দিয়ে মন বোঝা যায় ; গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে ! প্রবাসীরে মনে কোরো এই উপবনে, > S >