পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয়সিংহ কেমনে জানিব, মহারাজ, কোথা হ’তে অনুচরগণ আনে পশু দেবীর পূজার তরে —ই গা, কেন তুমি কাদিতেছ ? আপনি নিয়েছে যারে বিশ্বমাতা, তা’র তরে ক্ৰন্দন কি শোভা পায় ? অপর্ণ কে তোমার বিশ্বমাতা ! মোর শিশু চিনিবে না তা’রে । মা-হারা শাবক জানে না সে আপন মায়েরে । আমি যদি বেলা করে আসি, খায় না সে তৃণদল, ডেকে ডেকে চায় পথপানে—কোলে করে? নিয়ে তা’রে, ভিক্ষা অন্ন কয় জনে ভাগ করে’ খাই । আমি তা’র মাতা । জয়সিংহ মহারাজ, আপনার প্রাণ-অংশ দিয়ে, যদি তা’রে বঁাচাইতে পারিতাম দিতাম বাচায়ে । মা তাহারে নিয়েছেন—আমি তা’রে আর ফিরাব কেমনে ? གམ་ གམ་ ག༠༤