পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী বিক্রমদেব সুমিত্ৰা ! তুমিত্ৰা ! চন্দসেন এ কি, জননি, হুমিত্ৰা ! ভুমিত্রা ফিরেছ সন্ধানে যার রাত্রিদিন ধরে’ কাননে, কান্তারে, শৈলে, রাজ্য, ধৰ্ম্ম, দয়া, রাজলক্ষী সব বিসজ্জিয় ; যার লাগি দিগ্বিদিকে হাহাকার করেছ প্রচার, মূল্য দিয়ে চেয়েছিলে কিনিবারে যারে লহ, মহারাজ, ধরণীর রাজবংশে শ্রেষ্ঠ সেই শির ; আতিথ্যের উপহার আপনি ভেটিলা যুবরাজ । পুর্ণ তব মনস্কাম, এবে শান্তি হোক, শান্তি হোক এ জগতে, নিবে যাক নরকাগ্লিরাশি, সুখী হও তুমি ! ( উদ্ধস্বরে ) মাগো, জগৎজননি, দয়াময়ি, স্থান দাও কোলে । ( পতন ও মৃত্যু ) この8