পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী ফিরি চল । সত্য কথা বলি, মহারাজ, বিরহ সামান্ত ব্যথা নয় ; এবার তা পেরেছি বুঝিতে ! আগে আমি ভাবিতাম শুধু বড় বড় লোক বিরহেতে মরে ; এবার দেখেছি সামান্ত এ ব্রাহ্মণের ছেলে, এরেও ছাড়ে না পঞ্চবাণ ; ছোট বড় করে না বিচার । বিক্রমদেব যম আর প্রেম উভয়েরি সমদূষ্টি সৰ্ব্বভূতে । বন্ধু, ফিরে চল দেশে । কেবল, যাবার আগে এক কাজ বাকি আছে । তুমি লহ ভার ! অরণ্যে কুমারসেন আছে লুকাইয়া, ত্রিচুড়রাজের কাছে সন্ধান পাইবে । সখে, তা’র কাছে যেতে হবে । বোলো তা’রে আর আমি শক্র নহি । অস্ত্র ফেলে দিয়ে বসে’ আছি প্রেমে বন্দী করিবারে তা’রে । আর সখা,—আর কেহ যদি থাকে সেথা— যদি দেখা পাও অার কারো— দেবদত্ত জানি, জানি— তার কথা জাগিতেছে হৃদয়ে সতত । >br8