পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক 2이 তবে আর কি ! এবারে লুঠ কৰ্ত্তে চলুম। ঐ, জনাৰ্দ্দন থলে’ ভরে গরুর পিঠে বোঝাই করচে ! এই বেলা চল । ঐ জনাৰ্দ্দনটাকে বাদ দিয়ে বাকি ক’টা গরু বোঝাইমৃদ্ধ তাড়া করা যাক । দ্বিতীয় তোরা যা ভাই ! আমি তামাসা দেখে আসি । সার বেঁধে খোলা তলোয়ার হাতে যখন সৈন্য আসে আমার দেখতে বড় মজা লাগে । গান মিশ্র—একতাল যমের কুয়ার খোলা পেয়ে ছুটেছে সব ছেলে মেয়ে ! হরিবোল হরিবোল । রাজ্য জুড়ে মস্ত খেলা মরণ-বাচন অবহেলা, ও ভাই, সবাই মিলে প্রাণটা দিলে সুখ আছে কি মরার চেয়ে ! হরিবোল হরিবোল ! >(t>