পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক তৃতীয় দৃশ্য প্রাসাদ-কক্ষ রাজা নয়নরায়ের প্রবেশ নয়নরায় বিদ্রোহী সৈনিকদের এনেছি ফিরায়ে, যুদ্ধসজ্জা হয়েছে প্রস্তুত। আজ্ঞা দাও মহারাজ, অগ্রসর হই—আশীৰ্ব্বাদ কর— গোবিন্দমাণিক্য চল সেনাপতি, নিজে আমি যাব রণক্ষেত্রে । নয়নরায় যতক্ষণ এ দাসের দেহে প্রাণ আছে, ততক্ষণ মহারাজ, ক্ষান্ত থাক, বিপদের মুখে গিয়ে— গোবিন্দমাণিক্য সেনাপতি, সবার বিপদ-অংশ হ’তে মোর অংশ নিতে চাই আমি । মোর রাজঅংশ সব \986: