পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক জননী হইয়া থাক প্রাসাদ মাঝারে । যুদ্ধ দ্বন্দ্ব রাজ্যরক্ষা আমাদের কার্য্য নহে । কুমার কাল যায়, মহারাজ, কি আদেশ ? চন্দ্রসেন বৎস তুমি অনভিজ্ঞ, মনে কর তাই শুধু ইচ্ছামাত্রে সব কাৰ্য্য সিদ্ধ হয় চক্ষের নিমেষে । রাজকাৰ্য্য মনে রেখো সুকঠিন আতি । সহস্রের শুভাশুভ কেমনে করিব স্থির মুহূর্বের মাঝে ? কুমার নির্দয় বিলম্ব তব পিতঃ ! বিপদের মুখে মোরে ফেলি অনায়াসে, স্থিরভাবে বিচার মন্ত্রণা ? প্রণাম, বিদায় হই । ( সুমিত্রাকে লইয়। প্রস্থান ) চন্দ্রসেন তোমার নিষ্ঠর বাক্য শুনে দয়া হয় কুমারের পরে ; প্রাণে বাজে, ইচ্ছা করে ডেকে নিয়ে বেঁধে রাখি বক্ষমাঝে, স্নেহ দিয়ে দূর করি আঘাত-বেদনা ! Y 8 ☾ 6–10