পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী মুদে আসে, দারুণ-দুঃস্বপ্ন দেখে কেঁদে জেগে উঠি ; স্থখস্থপ্ত মুখখানি তব দেখে পুনঃ প্রাণ পাই প্রাণে ! কুমার দুর্ভাবনা দুঃস্বপ্ন- ! ভেবো না আমার তরে বোন ! সুখে আছি । মগ্ন হ’য়ে জীবনের মাঝখানে, কে জেনেছে জীবনের স্থখ ? মরণের তটপ্রান্তে বসে’, এ যেন গো প্রাণপণে জীবনের একান্ত সম্ভোগ । এ সংসারে যত স্থখ, যত শোভা, যত প্রেম আছে, সকলি প্রগাঢ় হ’য়ে যেন আমারে করিছে আলিঙ্গন ! জীবনের প্রতি বিন্দুটিতে যত মিষ্ট আছে, সব আমি পেতেছি আস্বাদ । ঘন বন, তুঙ্গ শৃঙ্গ, উদার আকাশ, উচ্ছসিত নিঝরিণী, আশ্চৰ্য্য এ শোভা । অযাচিত ভালবাসা অরণ্যের পুষ্পবৃষ্টিসম অবিশ্রাম হতেছে বর্ষণ । চারিদিকে ভক্ত প্রজাগণ । তুমি আছ প্রীতিময়ী শিয়রে বসিয়া উড়িবার আগে বুঝি × vჯbr'