পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালকবেলা হ’তে তাহারি গীতে দিল সে এতকাল যাপি, বাদল দিনে কত মেঘের গান, হোলির দিনে কত কাফি । গেয়েছে আগমনী শরৎপ্রাতে, গেয়েছে বিজয়ার গান, হৃদয় উছসিয়া অশ্রুজলে ভাসিয়া গেছে দ্রনয়ান । যখনি মিলিয়াছে বন্ধুজনে সভার গৃহ গেছে পূরে, গেয়েছে গোকুলের গোয়াল-গাথা ভূপালী মুলতানী স্বরে। ঘরেতে বারবার এসেছে কত বিবাহ-উৎসব-রাতি, পরেছে দাসদাসী লোহিত বাস জ্বলেছে শত শত বাতি । বসেছে নব বর সলাজ মুখে পরিয়া মণি-আভরণ, করিছে পরিহাস কানের কাছে সমবয়সী প্রিয়জন, সামনে বসি তা’র বরজলাল ধরেছে সাহানার সুর ;– WりQ