পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওগো ঝুলন পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা । সঘন বরষা গগন আঁধার, হের বারিধারে কাদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা ; বাহির হয়েছি স্বপ্নশয়ন করিয়া হেলা, রাত্রিবেলা । পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল ! দে দোল দোল ! পশ্চাৎ হ’তে হাহা করে? হাসি’ মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি’, ১৩৬