পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুলনায় সমালোচনা কিছুই করি না, নীরবে দাড়ায়ে তুলিয়া শির বিধিয়া রয়েছি অন্তর মাঝে এ পৃথিবীর । আমারে তোমরা চাহ না চাহিতে চোখের কোণে, গরবে ফাটিয়া উঠেছ ফুটিয়া আপন মনে । আছে তব মধু, থাক সে তোমার, আমার নাহি । আছে তব রূপ,—মোর পানে কেহ দেখে না চাহি । কারো আছে শাখা, কারো আছে দল, কারো আছে ফুল, কারো আছে ফল, আমারি হস্ত রিক্ত কেবল দিবসযামী । ওহে তরু তুমি বৃহৎ প্রবীণ, আমাদের প্রতি অতি উদাসীন, আমি বড় নহি, আমি ছায়াহীন, ক্ষুদ্র আমি। ২১৭